সমাপ্তি

শতো শতো ঘূর্ণি ঝড়
অবশ স্নায়ুর ভারে নুয়ে পড়ে
সমুদ্র গহবর থেকে
উঠে আসা নৈঃশব্দের বুকের উপরে
আলুথালু বাতাসের সকল স্পন্দন
 স্থির হ'য়ে এলে
প্রতি ঘরে আলো নেভে
প্রতি কথা মিশে যায়
 পাথরের ঘুমের ভিতরে
সব ক্রোধ বোবা শ্বাস
বাঁকাচোরা সরু পথে
অরণ্যের ফাঁকে ফাঁকে চলে যায়
 সুদূরের অস্পষ্ট ছায়ায়।