DETECTIVE STORIES, No 109, দারোগার দপ্তর, ১০৯ সংখ্যা।


মিস্ মেরি।

(অর্থাৎ মেরি নাম্নী জনৈক স্ত্রীলোকের অদ্ভুত রহস্য।)


প্রিয়নাথ মুখোপাধ্যায়-প্রণীত।


১৬২ নং বহুবাজার ষ্ট্রীট,

“দারোগার দপ্তর” কার্য্যালয় হইতে

শ্রীউপেন্দ্রভূষণ চৌধুরী কর্ত্তৃক প্রকাশিত।

All Rights Reserved.

দশম বর্ষ।]
সন ১৩০৮ সাল।
[ বৈশাখ।



Printed by Rajnarain Laha, at the
HINDU DHARMA PRESS,
66, Aheereetola Street, Calcutta.



 এই বৈশাখ মাস হইতে দারোগার দপ্তরের দশম বৎসর আরম্ভ হইল। গত নয় বৎসরের মধ্যে কত সাময়িক পত্র ও কতই বা মাসিক পত্রের আবির্ভাব ও তিরোভাব হইয়া গেল; কিন্তু ভগবানের ইচ্ছায় ও গ্রাহকগণের অনুকম্পায় দারোগার দপ্তর সমানভাবে চলিয়া আসিতেছে। গ্রাহক বৃদ্ধিতে ইহা দিন দিন পুষ্টই হইতেছে। দারোগার দপ্তর ক্রমেই শিক্ষিত-শ্রেণীর আদরের পাত্র হইয়া পড়িতেছে ও ইহা পাঠ করিয়া আবালবৃদ্ধ সকলেই মোহিত হইতেছেন। ইহাতে মিষ্ট, সুললিত, সরল ও চমকপ্রদ গল্প-লহরী প্রিয় বাবুর লেখনী হইতে এরূপ ভাষায় লিখিত হইতেছে যে, পুস্তকের প্রথম পৃষ্ঠা পাঠ করিলেই সহস্র কার্য্য পরিত্যাগ করিয়া, এমন কি আহার নিদ্রা পর্য্যন্ত ত্যাগ করিয়া, ইহার পাঠ শেষ করিতে এরূপ পাঠেচ্ছাবর্দ্ধক, কৌতূহল-পূর্ণ, চমকপ্রদ ও ঘটনা-বৈচিত্র্যময়, সমাজের নিখুঁত ফটো আর কি আছে? আমরা জানি, যে গ্রামে, যে পল্লীতে, একখানি দারোগার দপ্তর যায়, শত শত পাঠক তাহা পাঠের নিমিত্ত লালায়িত হন। ইহার নিমিত্তই পথিমধ্যে দারোগার দপ্তর এত চুরি হয়, বলিয়াই গ্রাহকগণের নিকট আমাদিগকে অনেক কথা শুনিতে হয়। দারোগার দপ্তরে জাল, জুয়াচুরি, খুন, ডাকাইতি, চুরি প্রভৃতি রকমওয়ারি ফৌজদারি অপরাধের বিষয় সকল লিখিত হয় বটে, ও অনেকের গুহ্য কথা সময় সময় ইহাতে প্রকাশিত হয় বটে, কিন্তু কোন মধুর রসাত্মক উপন্যাস ইহা অপেক্ষা মিষ্ট নহে। ইহা আমরা কেন—সমস্ত সংবাদপত্রে ও সাহিত্য-সমাজে মুক্তকণ্ঠে স্বীকার করিয়া থাকেন।

 গত বৎসর আমি সাধ্যমতে পাঠকগণকে তুষ্ট করিতে চেষ্টা করিয়াও যে সম্যকরূপে কৃতকার্য্য হইতে পারিয়াছি, তাহা স্বীকার করিতে পারি না। এই নিমিত্ত সহৃদয় পাঠকগণের নিকট আমি ক্ষমা প্রার্থনা করিতেছি। দপ্তরের দুই এক সংখ্যা বাহির হইতে একটু বিলম্ব হইয়াছে, কিন্তু সে বিলম্বের নিমিত্ত পাঠকগণের অসন্তুষ্ট হওয়া কর্ত্তব্য নহে; কারণ তাঁহাদিগের একটু বিবেচনা করিয়া দেখা কর্ত্তব্য যে, দারোগার দপ্তর কিরূপ ভাবে ও কাহার দ্বারা লিখিত হইয়া থাকে;কারণ এই দপ্তরে প্রিয় বাবু ব্যতীত অপর কাহার এক ছত্র লিখিবার অধিকার নাই। প্রিয় বাবু সরকারি কার্য্যের বিষম গুরুভার স্কন্ধে লইয়া সেই কার্য্য সমাপনাত্তর পুনরায় এই দপ্তর নিয়মিত রূপে যে লিখিতে সমর্থ হন, ইহাই আশ্চর্য্য। তাহার উপর এই দেশীয় মুদ্রাযন্ত্রের অবস্থা অনেকেই অবগত আছেন। এই সকল নানা কারণে আমাদিগের সময় সময় যে সকল সামান্য ত্রুটী হইয়াছে, তাহার নিমিত্ত আমরা যে সম্পূর্ণরূপে ক্ষমা-প্রার্থী, তাহাতে আর কিছুমাত্র সন্দেহ নাই।

শ্রীউপেন্দ্রভূষণ চৌধুরী,
কার্য্যাধ্যক্ষ।

এই লেখাটি মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক ডোমেইনে অন্তর্গত কারণ এটি ১৯৩০ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারির পূর্বে প্রকাশিত।


লেখক ১৯৪৭ সালে মারা গেছেন, তাই এই লেখাটি সেই সমস্ত দেশে পাবলিক ডোমেইনে অন্তর্গত যেখানে কপিরাইট লেখকের মৃত্যুর ৭৫ বছর পর্যন্ত বলবৎ থাকে। এই রচনাটি সেই সমস্ত দেশেও পাবলিক ডোমেইনে অন্তর্গত হতে পারে যেখানে নিজ দেশে প্রকাশনার ক্ষেত্রে প্রলম্বিত কপিরাইট থাকলেও বিদেশী রচনার জন্য স্বল্প সময়ের নিয়ম প্রযোজ্য হয়।