মেঘ ঢাকা আলো/তোমারই অনুরোধে

আমি করেছি পণ
কোনোদিন ও আর লিখবোনা
তবু-ও তুমি বল: লেখনা; লেখনা কবিতা—
আমি তো আছি পাশে,
তোমার-ই তো আপন জন॥

দিয়েছ উৎসাহ দিয়েছে প্রেরণা;
তুমি যে তা নিজেই জান না
আমি লিখেছি তোমার-ই অনুরোধে
কত যে কবিতা; প্রেমের গান
কেটেছে কতদিন তাই পেয়ে
শান্তিতে জীবনের কিছুক্ষণ॥

বাদল-মেঘ হয়ে তুমি
এনেছো মরুভূমিতে প্রাণের সাড়া
কলমে লেখা প্রতিটি শব্দকে
দেখে মনে হয় তোমার-ই ভালবাসায়;
তোমারই কামনায় গড়া;
পাথরের প্রতিমা
পারব না ভুলতে কিছুতে-ই তোমার—
এই দান সেই মন॥