মেঘ ঢাকা আলো/পাইনা খুঁজে

পাইনা খুঁজে আর
ফেলে আসা দিন গুলো
যার তরে একদিন
জন্ম নিয়েছি;
এ মাটির বুকে…

জন্মেছে হৃদয়ে প্রেম,
শিহরে শিহরে বুদ্ধি!
হারিয়েছি তাকে জ্ঞান থেকে,
আজ, সেতো আমার কাছেই
অলৌকিক স্বপ্ন মাত্র!

হরিণ শিশুর চলা ফেরা
ঝর্ণার ঝরে যাওয়া…
পাখীদের কলরব!
শাখায় শাখায় বিচিত্র ফুলের
সমারোহ,
রূপের বাহারে সুনীল আকাশ;
আমার ফুসফুস ও রক্ত
একই আছে॥

বদলে গিয়েছে শুধু দিন গুলো'