মেঘ ঢাকা আলো/বয়ে যায়
(পৃ. ৪৩)
১
একটি দিনের মাঝে
জীবনের কত কী যে
বয়ে যায়, বয়ে যায়…।
এমনি সে
"বুঝেও অবুঝ মন,
কেন না বোঝে?”
২
দুলেছি আমি
…ঐ ফুলের দোলনায়
দুলেছ তুমি
এ ভুলের দোলনায়
মনের আকাশে
আজ, মেঘ এসে,
ঝরিয়েছে হৃদয়ে তোমার
সে বেদনার বিন্দু সেজে॥
৩
স্মৃতি হয়ে রয়
জীবনের কিছু কিছু
আশা ও নিরাশা
সবার অন্তরে ঘুমায়,
"দুঃখ ও সুখ
তাই সে নিজেকে জাগায়!”
"মনে হয় যেন
হারানো কপোত খোঁজে—
কপোতিকে…"