মেঘ ঢাকা আলো/ভালবাসা ভোলার নয়

ভোলা কী যাবে?
এত সহজে
তোমার,—ভালবাসা।

ইংলণ্ড; আমেরিকা;
চীন; রাশিয়ায়
যাও তুমি যেখানেই
ভালবাসা হারালেই
সব জায়গায়—
মনে হয় যেন একা-একা!

বিদেশে এসে
প্রিয়ার দেশে,
"তোমার কাছে কথা দিয়েও
কখনো আর, কোনোদিন-ও
হ’লনা গো ফিরে আসা!"

সেদিন হ'তে
প্রেম-পূজার মালা—
রইল পড়ে
পেলনা সে
পূজার-ই উপচারে পুনঃ ভালবাসা