শান্তির স্বপক্ষে/এই অন্ধকারে

এই অন্ধকারে

দীর্ঘতর আঁধারের ছায়া যতই গভীরতর হোক
বয়ে যাবে সময়ের স্রোত,
সময়ত আঁধারেই থেমে থাকবে না?
এই অন্ধকার
ক্রমশঃ যতই ঘনীভূত হোক
যে কোনো মুহূর্ত্তে জেনো
প্রভাতের রং লাগতে পারে,
আলোকে বরণ করতে শঙ্খ বাজাবার
সময় আসতে পারে।
সুতরাং, এসো—
তপস্যায় ব্রতী হই ষতির মতন
সবাই একাত্ম হই
অন্ধকার সময়ের তীরে॥