শান্তির স্বপক্ষে/এবং তুমিও অবশেষে
(পৃ. ১৪)
এবং তুমিও অবশেষে
এবং তুমিও অবশেষে
উজান হাওয়ার মুখে তরী ফেলে রেখে
দৃশ্যের বাইরে চলে গেছ।
খরতর নদীস্রোত
অবিরাম দুইপাড় ভাঙে আর ভাঙে
সারাদিন সারারাত দিনরাত ধরে
উজান স্রোতের মুখে
তরী ঠেলে ঠেলে
একাকী চলার কোনো কথা ছিল না ত!
এরকমই তবু ঘটে যায়,
যা কিছু হবার কথা ছিল
হল না তা কিছুতে হল না
একাকী আমার এই উজান ঠেলার
কোনো কথা ত ছিল না!