শান্তির স্বপক্ষে/দুরন্ত এই প্রাণ!
(পৃ. ৩১)
দুরন্ত এই প্রাণ!
দুরন্ত এই বৈশাখী প্রাণ
যুগ থেকে যুগে ছোটে
কালের ঝুলির চুণি পান্নাকে লোটে।
পাহাড়ে, সাগরে, তারায় তারায়
রাজপথে আর বন্ধ কারায়
দুরন্ত হাত দু'হাত বাড়ায়
তবে না সূর্য্য ওঠে
সপ্তর্ষির শিরে তবেই না
আজও ধ্রুবতারা ওঠে!