শান্তির স্বপক্ষে/বন্দরের কাল

বন্দরের কাল

এইসব ছন্নছাড়া নষ্টামি আর ভালো লাগে না
জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা
নির্জলা অন্যায়!
যে পরিণতি একমাত্র অমোঘ ও অনিবার্য্য
সেই মৃত্যুকে তরান্বিত করে'
প্রাণের চূড়ান্ত অপমান।

বন্দরে এসেছ যদি
অকালেই কেন
বন্দরের কাল কর শেষ?

কোন্‌ দূরগামী জাহাজের মাস্তুল
তোমাকে অবেলায় ঘাট থেকে নোঙর তুলে নিয়ে
সমুদ্র পাড়ি জমাবার প্রলোভন দেখায়?