লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।

বিশ্বাস

মুক্ত কণ্ঠে বলছি এখন
জয় আমাদের হবেই হবে
সেই কথাটিই জানিয়ে গেলাম—
তোমরা এসে জয়োৎসবে।

হারবে, যারা অবিরত—
ভেদাভেদের তুলছ পাহাড়
হারবে যারা রক্তলোলুপ
জগৎটাকে করছ সাবাড়।

আমরা শুধু আপোষবিহীন
সংগ্রামী এই কঠিন যুদ্ধে
আমরা পরম বিশ্বাসী সেই—
পিতৃপুরুষ অশোক বুদ্ধে।