শান্তির স্বপক্ষে/মন-সরসীতে
লুয়া ত্রুটি মডিউল:Header_template এর 351 নং লাইনে: bad argument #1 to 'next' (table expected, got nil)।
মন-সরসীতে
মায়াবী দিনের কথা
ছায়া ছায়া মনে হয় শুধু।
তবুও যেহেতু স্মৃতি
প্রায়শঃই ভেসে ওঠে মন-সরসীতে
সেহেতু এখনো
মায়া লেগে থাকে সেই—
ঝলমলে স্মৃতির সুখময় কোমল শরীরে।
আলো ঝলমলে এক কৃষ্ণচূড়া গাছে গুচ্ছ গুচ্ছ ফুল,
তারই উজ্জ্বল আভা
পড়ে এসে নিকটের পাতার কুটীরে;
সেখানে আনন্দময় নিটোল সংসারে
প্রত্যহ প্রভাতে-সাঁঝে
নহবতে বেজে ওঠে ভৈঁরো, পূরবী!
এইভাবে কাটে দিন
রাত কাটে জীবনের উৎসব-আমেজে।……
ভেসে ওঠে!
আলো-ঝলমলে, এই—
নিপুণ, নিখুঁৎ ছবি
ভেসে ওঠে মন-সরসীতে।
বড় মায়া লাগে!
বুকের গভীর থেকে নিবিড় আচ্ছন্ন মায়।
লাগে এই মায়াবী স্মৃতিতে……
মুছে গিয়ে তবুও মোছেনা
মায়াবী দিনের কথা
স্মৃতি হয়ে বেঁচে থাকে মন-সরসীতে।