শান্তির স্বপক্ষে/হৃদয়-স্রোতস্বিনী
(পৃ. ২৭)
হৃদয়-স্রোতস্বিনী
প্রতিদিন যত আমি
বিক্ষত হই বেদনায়
যত আমি প্রতিদিন ক্রশবিদ্ধ হই
ক্ষমাহীন পীড়নের তপ্ত যন্ত্রণায়
হৃদয়-স্রোতস্বিনী তত প্রবাহিত হয়
ঐশ্বরিক করুণাধারায়
যন্ত্রণাকাতর মুখ রূপান্তরিত হয়
পরমেশ্বরী মহিমায়।