.२ fસમજી অামার চিরকালের অাশায়, অামার সকল ভালবাসায় অামার মায়ের দিদিমায়ের পরানে ১ পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল-যে লুকিয়েছিলি কে জানে ॥ যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, অামার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়ে ছিলি সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা বিলায়ে ॥ সব দেবতার অাদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী,তুই জগতের স্বপ্ন হতে - এসেছিস আনন্দ-স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি ॥

কাব্যসমূহ