শ্রীশ্রীকৃষ্ণকালী-পদাবলী/২২
(পৃ. ১৩)
(বিভাস, ঢিমে তেতালা, মধুকানের সুর)
(আমায়) সাধে কি লোক পাগল বলে।
মা আমার পাগলের জায়া, (আমি) পাগলিনীর পাগল ছেলে।
সিদ্ধিতে পাগল পিতা, স্বয়ং সিদ্ধেশ্বরী মাতা,
(আর) কি ক’বো পাগলের কথা, (প’ড়ে) পিতা মায়ের চরণতলে॥
জনমিয়ে যে অবধি দেখ্লাম মায়ের মুখ,
সে দিন অবধি পাগল, (আমার) নাই আর দুখ সুখ;
(সদাই) মা আমায় আনন্দে নাচায়, কভু মারে কভু বাঁচায়,
(আমার) জীবন মরণ মায়ের ইচ্ছায়, (একবার) পাগল ব’লে ছোঁয়
না কালে। ২২॥