সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/ঐ এলো ঝড়
(পৃ. ৯-১১)
ঐ এলো ঝড়
শালবনে হুল্লোড়,—
ঐ এলো ঝড়,
মাঠ ছেড়ে তাড়াতাড়ি
চল্ ভাই ঘর।
দোলা লাগে ডালে ডালে,
ঢেউ জাগে বিলে-খালে,
উড়ে যায় ধুলো-বালি
পথের উপর,
ঐ এলো ঝড়।
আশমানে জমে মেঘ—
কালো ঘুট্ঘুট্—
তুফানের বাড়ে বেগ,
দে রে ছুট্ ছুট্;—
মাঝ-নদী ছেড়ে মাঝি
কূলে আনে তরী আজি,
কোথা যেন বাজ পড়ে
কড়্, কড়্, কড়্;
ঐ এলো ঝড়।
আম-বাগানেতে গিয়ে।
কাজ নাই আজ,
ডরে বুক কাঁপে শুনে’
ঝড়ের আওয়াজ;
তালবনে খালি খালি
দেয় কে রে করতালি,
খেজুর-পাতায় বাজে
হাজার ঝাঁজর,—
ঐ এলো ঝড়।
ঝোড়ে-কাকে দেয় ডাক,—
উড়ে যায় চিল,
ফাঁকা সে আকাশে নাই
ফাঁক একতিল।
বাগানের ফুলগুলি
ঝরে যায় বিলকুলি,
নীড়-হারা বুলবুলি
কাঁপে থর্থর্—
ঐ এলো ঝড়।
ঘরে বসে চুপচাপ
থাক্ না এখন,
চুপ করে বসে দেখ্,
ঝড়ের মতন,—
ওপারে গ্রামের 'পরে
আকুল বাদল ঝরে,
জলছবি ভেসে ওঠে
অতি মনোহর—
ঐ এলো ঝড়॥