সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/চাঁদ ঝুলছিল

চাঁদ ঝুলছিল

আকাশের চাঁদোয়াতে চাঁদ ঝুলছিল,—
ঝলঝলে ঝলমলে
চাঁদ ঝুলছিল;
আশে-পাশে ঝাঁকে ঝাঁকে,
রাশে রাশে লাখে লাখে
ঝকঝকে চকমকে
তারা-ফুল ছিল,—
তার মাঝে মাঝ-রাতে
চাঁদ ঝুলছিল।

ঝুরু ঝুরু বাতাসেতে
দোলা লাগে তিসি ক্ষেতে,

মেহেদির ঝোপে-ঝাড়ে
ডাল দুলছিল;
চুরচুরে আলো-মৌ উপ‍্চিয়ে পড়ছিল চাঁদের চাকে,
ঝরছিল ঝর‍্ঝ‍র্ পলাশের ডালে আর বটের শাখে,
পাতা ছেয়ে, ডাল ছেয়ে—
পড়ছিল নীচে বেয়ে—
আঙিনার অভিনব
রূপ খুলছিল;
নীল চাঁদোয়ার তলে
চাঁদ ঝুলছিল।

সঁওতাল-পল্লী সে বনের ভিতর,—
মাঝ-রাতে নিরালায় নিঝুম, নিথর;
চকোর করুণ স্বরে
ডেকে ফেরে বালুচরে;
রাত-জাগা বুনো পাখী
মাঝে মাঝে ওঠে ডাকি,
সে সুরে বাতাস যেন
ঢেউ তুলছিল;
মাঝরাতে বেলোয়ারী
চাঁদ ঝুলছিল।

শালবন ভেদ ক’রে মৌন তাপস সম দাঁড়ায়ে পাহাড়।
চিকমিক করছিল অভ্রের ধুলোমাখা চূড়াটি তাহার;
তার ধারে বন্-তলে—
নিরালায় জঙ্গলে,—
কুটীরের আঙিনাতে
ছোট এক খাটিয়াতে

সাঁওতাল-ছেলে এক
বসে ঢুলছিল।
আকাশের চাঁদোয়াতে
চাঁদ ঝুলছিল॥