সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/চৈতী-সাঁঝে

চৈতী-সাঁঝে

বাবলা-বনে চাঁদ উঠেছে
চৈতী-সাঁঝে রে,
পাতায় পাতায় রিমি-ঝিমি
সেতার বাজে রে;
চাঁদ উঠেছে চাঁদ,—
দিকে দিকে ছড়িয়ে পড়ে আলোর আশীর্বাদ।

বাবলা-বনের একটি কোণে
আগুন লেগেছে,
চকোর ছিল অঘোর ঘুমে,
হঠাৎ জেগেছে;
চাঁপার ডালে—শোন্—
কাঁপা-গলায় কোকিল ডাকে, আকুল হ’ল মন।

আকাশ বেয়ে আস্‌লো নেমে।
জ্যোৎস্না এবারে,
রোশ্‌নায়ে রাত উজল হ’ল,
বোস্ না এ ধারে;
আমার দাওয়ায় আয়—
হাওয়ায় হাওয়ায় দেখবি কেমন প্রাণ জুড়িয়ে যায়।

ঝোপের তলে জোনাক-মেয়ের
প্রদীপ জ্বলেছে,
বাঁশের ঝাড়ে ঝিঁঝির ঝাঁঝর
বেজেই চলেছে।
বাতাস বয়ে যায়,—
ধানের ক্ষেতে গান জেগেছে, শুনবি যদি আয়।

আলপনা কে আঁকলো আজি
বাবলা-তলেতে,
শাপলা-বনে কাঁপছে আলো
দীঘির জলেতে;
চৈতী-সাঁঝে, ভাই,
আলোর ঝোরায় ভরলো ভুবন, দেখছি ব’সে তাই।