সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/জংলা-সুর

জংলা-সুর

বন-পাহাড়ী, জংলা ভারী
আংলা-বুড়োর দেশ,
উঁচু-নীচু ঘাসের জমি
—পথের নাহি শেষ।
ফাগুন-বেলা শেষ হয়ে যায়,
আগুন-হাওয়া বয়—
সন্ধ্যা-রেতে জাগতে পারে
ভূত-পেরেতের ভয়!
স্কন্ধ-কাটার নাম শোনা যায়
অন্ধকারেই ভাই,
মাম্‌দো-দানোর ভয় এড়িয়ে
জল্‌দি চলো তাই।
জংলা দেশের ঠিক কি বল্!

মংলা-ভায়া জল্‌দি চল্—
জল্‌দি চল্।•••••••••
(মাদল-দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং—
বাঁশি—তুতুর্ তু আ উতুর্ তু আ তুতুর্ তু আ তু)

ডাইনে রঙিন রঙন কুসুম
তাই নে তুলে ভাই,
বোনের খোঁপায় সাজবে তোফা
বাড়বে বাহার তাই।
এই যে পাশে ঝাড়ের ঘাসে
বেগ্‌নী বুনো ফুল,
বোনের কানে বনের ফুলে
ঠিক ইরানী-দুল্।
তাই তুলে নে আলতো ক’রে,
জল্‌দি চ’লে চল্—
সাঁঝের আগেই পার হওয়া চাই—
এই বুনো জঙ্গল।
জংলা দেশের ঠিক কি বল্।
মংলা-ভায়া জল্‌দি চল্—
জল্‌দি চল্।•••••••••
(মাদল-দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং•••
বাঁশি-তুতুর্ তু আ উতুর্ তু আ তুতুর্ তু আ তু—)

ঘুর্নি হাওয়ার ঝট্‌কা লেগে
ঝরলো পাতার দল—।
ঘুর্নি হাওয়ার ঘুরন পাকে
মন হ’ল চঞ্চল।

শালের বনে তালে তালে
কাঁপন লেগে যায়—
কোন্ উদাসী পলাশ-তলায়
ভীম-পলাশি গায়?
ল্যাজ-ঝোলা ঐ কুবোর-দলে
করছে কোলাহল—
হল্‌দি গাঁয়ের পথটি ধরে
জল্‌দি চ’লে চল।
জংলা দেশের ঠিক কি বল্
মংলা-ভায়া জল্‌দি চল্—
জল্‌দি চল্।.......

(মাদল—দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং—
বাঁশি—তুতুর্ তু আ উতুর্ তু আ তুতুর্ তু আ তু...)


ঝরা পাতায় পথ ঢেকেছে,
হায় হ’ল মুশকিল—
শিরশিরিয়ে উঠছে দূরের
‘শিরশিরিয়ার ঝিল’।
ওরই পাশের মাঠটি যেন
জানা জানা ঠিক—
ছোট্‌কু মাঝির ভিটে ছিল
ওরই সে কোন্ দিক।
এম্‌নি দিনে ছোট্‌কু মাঝি
বাঘের পেটে যায়—
এম্‌নি দিনে, এম্‌নি বেলায়,
এম্‌নি নিরালায়।

জংলা দেশের ঠিক কি বল্—
মংলা-ভায়া জল্‌দি চল্
জল্‌দি চল্।•••••••••
(মাদল—দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং—
বাঁশি—তুতুর্ তু আ উতুর্ তু আ তুতু্র্ তু আ তু••)


মরা নদীর চড়ায় কাঁদে
অধীর কবুতর—
ঘূর্নিপাকের দুর্বিপাকে
ভাঙলো যে ওর ঘর।
হুমকি শোনো হুতুম্-থুমোর
ফুলিয়ে ডুমো গাল,
পালায় দূরে বন-কেয়ারী
‘হুঁড়ার’ ফেরু-পাল।
বট-মহুয়ার তলে তলে
‘হুয়া হুয়া’ রব,
খ্যাঁক খেঁকিয়ে উঠছে দূরে
খ্যাঁক-শেয়ালী সব।
জংলা দেশের ঠিক কি বল্,
মংলা-ভায়া জল্‌দি চল্—
জল্‌দি চল্।•••••••••
(মাদল—দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং—
বাঁশি—তুতুর্ তু আ উতুর তু আ তুতুর্ তু আ তু••)


ঐ দেখা যায় ধূসর পাহাড়
‘ভাদুই বুড়ু’ নাম।

বন পেরিয়ে, ভয় এড়িয়ে
চল্ রে অবিশ্রাম—।
করলে দেরি মা-বোনেরা
ভেবেই হবে খুন—
যত্ন ক’রে রেখে দেছেন
পান্থা-ভাত আর নুন।
মুর্‌লী বাজা জোর্‌সে ভায়া,
মাদ্‌লা বাজাই জোর—
পৌছে যাব গাঁয়ের ঘরে
সাঁঝ না হ’তে ঘোর।
জংলা দেশের ঠিক কি বল্—
মংলা-ভায়া জল্‌দি চল্—
জল্‌দি চল্।•••••••••
(মাদল—দিপির্‌ দিপাং দিপির্‌ দিপাং দিপির্‌ দিপাং তাং—
বাঁশি—তুতুর্‌ তু আ উতুর্‌ তু আ তুতুর্‌ তু আ তু••)


ভাইয়া বাজা মুর্‌লী মধুর—
ভাব না কিছু নাই—
মাদল বাজাই সঙ্গে আমি,
চল্ রে তালে ভাই।
আংলা-বুড়ো বনের রাজা,
করব তারে জয়,
দুষমন্ সব থাকবে দূরে—
আর বা কারে ভয়?
বেলা-শেষের লালিম আভা
রাঙ্‌লো গগনতল,

হল্‌দি-গাঁয়ের পথটি ধ’রে
জল্‌দি চ’লে চল্।
জংলা দেশের ঠিক কি বল্,
মংলা-ভায়া জল্‌দি চল্,
জল্‌দি চল্।•••••••••
(মাদল—দিপির্ দিপাং দিপির্ দিপাং দিপির্ দিপাং তাং—
বাঁশি—তুতুর্ তু আ উতুর্ তু আ তুতুর্ তু আ তু••••••)