সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/তোমরা চেনো কি তারে?
তোমরা চেনো কি তারে?
তোমরা চেনো কি তারে—
তোমাদের মাঝে গোপনে যে জন ডেকে যায় বারে বারে?
হয় না বাহিরে প্রকাশ যাহার,
চোখ-ঝলসানো নাহিকো বাহার,
দেখানো ঠমক, জমক-জাঁকের কোনো ধার নাহি ধারে,—
তোমরা চেনো কি তারে?
খুঁজে দেখো ভাই, তোমাদের মাঝে বাস করে সেই প্রিয়,
পরম-বন্ধু তোমাদের সে যে, সব-চেয়ে আত্মীয়।
কান পেতে যদি শোনো বাণী তার,
শুনিবে সে বাণী কোরান-গীতার,
সব ধর্মের মর্মের বাণী তারই মুখে ঝঙ্কারে,—
তোমরা চেনো কি তারে?
গভীর অতলে মনের গহনে গোপনে বসিয়া আছে,
ধ্যান আছে যার, জ্ঞান আছে যার, ধরা দেয় তার কাছে।
সেই সে পরম পরশ-রতন,
লোহারে করিবে সোনার মতন,
অসুর পশুর ক্ষমতা হারায় যার কাছে একেবারে,—
তোমরা চেনো কি তারে?
তোমরা কিশোর ধ্যান কর সেই সত্য ও সুন্দরে,
জানো না তো ভাই সে মহা-তাপস কত মহা গুণ ধরে!
যাহার বিমল তেজের প্রভায়,—
বিশ্ব-জগৎ আলো হয়ে যায়,
সব মলিনতা, সকল দীনতা যায় সদা ছারেখারে,—
তোমরা চেনো কি তারে?
বাঁচার মন্ত্র যে বলিয়া দেবে তোমাদের অবিরত,
শুভ-বুদ্ধির উদয় যে করে,—হও তারি অনুগত।
অন্তর-লোকে যাহার আসন,
রণি’ রণি’ ওঠে যাহার ভাষণ,
যার বাণী সদা হানিছে আঘাত তোমাদের দ্বারে দ্বারে,—
তোমরা চেনো কি তারে?
তোমরা কিশোর, তোমরা তরুণ, আলোকের সন্ধানী,
আঁধার-কুহেলী যে করে ছেদন, শোনো শোনো তারি বাণী।
যার নাহি ছল, যার নাহি ভেক্,
কল্যাণময় সেই সে ‘বিবেক'—
তোমাদের ঐ ডেকে ডেকে ফেরে আলোকের পারাবারে,—
তোমরা চেনো কি তারে।