সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা/পৌষ-পার্বণ উৎসব
(পৃ. ১৩৬-১৩৭)
পৌষ-পার্বণ উৎসব
পিঠে পিঠে পিঠে,—
ভাবছি যতই খাবার কথা
লাগছে ততই মিঠে;
পিঠে পিঠে পিঠে।
ঐ চড়েছে রসের ভিয়ান,
আসছে রসের ছিটে;
পিঠে পিঠে পিঠে।
নলেন গুড়ের সৌরভে আজ
মশগুল যে ভিটে;
পিঠে পিঠে পিঠে।
ক্ষীর-নারিকেল লাগবে আরো?
নিয়ে যা হাতচিঠে;
পিঠে পিঠে পিঠে।
কম খেলে আজ হবে রে ভাই
মেজাজটা খিটখিটে;
পিঠে পিঠে পিঠে।
পুসি বিড়াল পাতছে আড়ি,
চোখ দুটো মিট্মিটে;
পিঠে পিঠে পিঠে।
এই রে, কেন তাড়িয়ে দিলি
একখানা থান-ইঁটে?
পিঠে পিঠে পিঠে।
রসপুলি আর গোকুল-চসির
রস যে গিঁটে গিঁটে;
পিঠে পিঠে পিঠে।
পিঠের লোভে হল্লা করে
কাকগুলো ডানপিটে;
পিঠে পিঠে পিঠে।
শীতের ভোরে ঠাণ্ডা হাওয়ায়
হাত-পা হ’ল সিঁটে;
পিঠে পিঠে পিঠে।
রসের কড়াই নামাও এবার,
গুড় যে হ’ল চিটে;
পিঠে পিঠে পিঠে॥