হঠাৎ

আটচালাটা ভাঙলো হঠাৎ
পাঠশালা তাই বন্ধ,
তালতলাতে ছিপ বাগিয়ে
বসলো এবার নন্দ।

তালপুকুরে অথৈ জলে
ছিপ ফেলে সে কৌতুহলে;
বঁড়শী নিয়ে লাগলো এবার
কাৎলা-রুইএর দ্বন্দ্ব;
পাৎলা-গড়ন নন্দ ভাবে,
ব্যাপারটা নয় মন্দ।

আজকে নেহাৎ বরাৎ ভালো
ধরবে সে মাছ কী জমকালো,
চমকালো সব মাছের পিলে
মিষ্টি চারের গন্ধ;
মনের সুখে নন্দ ধরে
‘তুম্-তা-না-না’ ছন্দ;

জলের মাঝে ফাৎনা ডোবে,
নন্দ মাতে মাছের লোভে,
‘বাঃ কী তোফা মাল ওঠে ওই’—
আনন্দে সে অন্ধ;
এমন সময় হঠাৎ যেন
সাগলো মাথায় ধন্দ।

গাছের থেকে ধপাস ক’রে
মাথাতে তাল পড়লো জোরে,
আচম কা সে চমকে ওঠে,
দম যেন হয় বন্ধ,—
ছিপ নিয়ে হায় মাছ পালালো,
নন্দ সে নিস্পন্দ।