স্বামিজীর সহিত হিমালয়ে
প্রকাশক—স্বামী আত্মবোধানন্দ
উদ্বোধন কার্য্যালয়
১, উদ্বোধন লেন,
কলিকাতা
এই পুস্তকের সমগ্র আয়
কলিকাতা নিবেদিতা বিদ্যালয়ে
অর্পিত হয়
মুদ্রাকর— শ্রীদেবেন্দ্রনাথ শীল
শ্রীকৃষ্ণ প্রিণ্টিং ওয়ার্কস
২৭ বি, গ্রে ষ্ট্রীট,
কলিকাতা
‘স্বামিজীর সহিত হিমালয়ে’ পুস্তকাকারে প্রকাশিত হইল। এই গ্রন্থ সিষ্টার নিবেদিতার ‘Notes of some Wanderings with the Swami Vivekananda’ নামক ইংরাজী গ্রন্থের যথাযথ বঙ্গানুবাদ। ভারতগতপ্রাণা, পরম বিদুষী নিবেদিতা ভারতীয় আচার-ব্যবহার, উহার প্রাচীন ইতিহাস, বৰ্ত্তমানে ভারতবাসীর উপযোগী শিক্ষা, ভারতের জাতীয় ভাব প্রভৃতি বিষয়ে এবং তাঁহার আচার্য্যদেব স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কয়েকখানি উৎকৃষ্ট গ্রন্থ লিখিয়া গিয়াছেন। কিন্তু সমুদয়ই ইংরাজী ভাষায় লিখিত বলিয়া ইংরাজীভাষাভিজ্ঞ ব্যক্তি ব্যতীত অপরে উহার রসাস্বাদে সম্পূর্ণ বঞ্চিত। এই কারণে আমরা কেবল বঙ্গভাষাভিজ্ঞ পাঠককে তাঁহার সমুদয় গ্রন্থগুলিই উৎকৃষ্ট বঙ্গভাষায় অনুদিত করাইয়া উপহার দিব, কৃতসঙ্কল্প হইয়াছি। বর্তমান গ্রন্থখানি এই উদ্যমেরই প্রথম ফলস্বরূপ।
এই গ্রন্থে গ্রন্থকর্ত্রী তাঁহার গুরুদেবের সহিত আলমোড়া, নৈনিতাল প্রভৃতি স্থানে এবং কাশ্মীরে নানাস্থানে ভ্রমণের কয়েকখানি জীবন্ত চিত্র অঙ্কিত করিয়াছেন। তবে ইহা সাধারণ ভ্রমণবৃত্তান্তের ন্যায় নহে। বর্তমান যুগের দুইজন মহামনীষীর ভাবের সংঘর্ষের চিত্র পুস্তকখানির ছত্রে ছত্রে বিদ্যমান। কোন্ গুণের পরিচয় পাইয়া একজন বিদুষী পাশ্চাত্ত্য মহিলা একজন তথাকথিত অসভ্য হিন্দুর পদে মস্তক নোয়াইয়া, তাঁহাকে গুরু বলিয়া স্বীকার করিয়া তাঁহার ভাব-গ্রহণের চেষ্টা করিয়াছেন, তাহা শিষ্যা কর্তৃকই গ্রন্থে মনোরম উপন্যাসাকারে বিবৃত হইয়াছে।
নিবেদিতার সমুদয় কথাগুলিই ভাবপূর্ণ এবং বর্ণনাপেক্ষা ইঙ্গিতের দ্বারাই পাঠকের হৃদয়ে নূতন নূতন ভাব ও চিন্তাতরঙ্গের সৃষ্টির চেষ্টা করে। অনুবাদে মূলের সৌন্দর্য্য বহু পরিমাণেই রক্ষিত হইয়াছে বলিয়া মনে হয়। নিবেদিতার নিজের ভাষায় তাঁহার এই গ্রন্থের প্রতিপাদিত বিষয় সম্বন্ধে আমরা বলি, ‘এমন সব সময় আসিয়াছে যাহা ভুলিবার নয়, এমন সব কথা শুনিয়াছি যাহা আমাদের সারা জীবন ধরিয়া প্রতিধ্বনিত হইতে থাকিবে।’
আমরা পাঠককে নিবেদিতার সহিত তাঁহার গুরুদেবের এই অপূর্ব্ব সংবাদের রসাস্বাদে উন্মুখ করিয়া—কেবল এইটুকু জানাইয়া বিদায় গ্রহণ করিতে চাই যে, যে জাতীয় ভাবে স্ত্রীশিক্ষা-প্রচার-কার্য্যের জন্য তাঁহার গুরুদেব তাঁহাকে গোড়া হইতেই প্রস্তুত করিতেছিলেন, সেই শিক্ষার উদ্দেশ্যে তৎপ্রতিষ্ঠিত বিদ্যালয়ের সাহায্যার্থে এই গ্রন্থের সমুদয় আয় উৎসর্গীকৃত হইয়াছে। ইতি—
সূচীপত্র।
১ |
৫ |
১৪ |
২২ |
৫১ |
৫৬ |
৬৭ |
৭২ |
৮৭ |
১০১ |
১১৫ |
১২৪ |
১২৯ |

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭ অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। লেখকের মৃত্যুর ৬০ বছর পর (স্বনামে ও জীবদ্দশায় প্রকাশিত) বা প্রথম প্রকাশের ৬০ বছর পর (বেনামে বা ছদ্মনামে এবং মরণোত্তর প্রকাশিত) পঞ্জিকাবর্ষের সূচনা থেকে তাঁর সকল রচনার কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৫ সালে, ১ জানুয়ারি ১৯৬৫ সালের পূর্বে প্রকাশিত (বা পূর্বে মৃত লেখকের) সকল রচনা পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।
