ভালোবাসা সেতো এক মরিচীকার নাম, আমি কবেই তারে দিয়েছি নির্বাসন। তবুও সে রয়ে যায় জলের চিহ্নের মতো; এর যেন শেষ হয়েও শেষ নেই। তাই তো তার নাম দিয়েছি আমি, কাঁটা ভরা পথ দর্শন।