অঙ্গুষ্ঠ/যদ্যপি
< অঙ্গুষ্ঠ
(পৃ. ২০-২১)
যদ্যপি
শুধু নিজ মাংসে যদি
মিটে যেত ক্ষুধা,
সুধাময় হয়ে যেত
নিশ্চয় বসুধা।
ভুলে গিয়ে হিংসাদ্বেষ,
বৃথা কান্নাকাটি—
মাটি হয়ে যেত টাকা;
টাকা হত মাটি।