উইকিসংকলন:প্রধান পাতা
স্মরণ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির রচয়িতা নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩০৯ বঙ্গাব্দের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলে তাঁর স্মৃতির উদ্দেশে তিনি এই কবিতাগুলি রচনা করেন। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত মোহিতচন্দ্র সেন দ্বারা সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে এই কবিতাগুলি স্থান পায়। পরবর্তীকালে এইসকল কবিতাগুলি একত্র করে স্বতন্ত্র আকারে কবিতাগুলি স্মরণ নামক গ্রন্থাকারে ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নব-ফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহহৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো।
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাতজগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।
- বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী (১৯৪১, অবনীন্দ্রনাথ ঠাকুর )
- অনুসন্ধান (১৯৫৯, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
- নীলগঞ্জের ফালমন সাহেব (১৯৫৯, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
- আত্মচরিত (১৯৫২, প্রফুল্লচন্দ্র রায়)
- আজকের আমেরিকা (১৯৪৫, রামনাথ বিশ্বাস)
- সেই সব শহীদেরা (২০২২, পিনাকী বিশ্বাস)
- গ্রাম্য উপাখ্যান (১৯০৭, রাজনারায়ণ বসু)
- মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র (২০১৯, জাতিসংঘ সাধারণ পরিষদ)
- হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯৫১, হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত)
- বাজী রাও (১৯০১, সখারাম গণেশ দেউস্কর)
- রাজমোহনের স্ত্রী (১৯৪৪, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
- ভারতে অলিকসন্দর (১৯০৯, সত্যচরণ শাস্ত্রী)
- আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী (১৯২৭, প্রফুল্লচন্দ্র রায়)
- আমার দেখা রাশিয়া (১৯৫২, সত্যেন্দ্রনাথ মজুমদার)
- মেঘনাদবধ কাব্য (১৯১৯, মাইকেল মধুসূদন দত্ত)
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল রণবীর পুরকায়স্থ রচিত উনিশে মে: ভাষার সংকট (২০২১)।
সাম্প্রতিক সহযোগিতা: বাগেশ্বরী শিল্প-প্রবন্ধাবলী, গ্রাম্য উপাখ্যান, বাজী রাও, রাজমোহনের স্ত্রী, ভারতে অলিকসন্দর, মেঘনাদবধ কাব্য, নিগ্রোজাতির কর্ম্মবীর, বিবিধ কথা, দুনিয়ার দেনা, সাহিত্য-চিন্তা |
- -৬৯ - পাব্লিউস ভার্জিলিউস মারো জন্মগ্রহণ করেন।
- ১৮৬৭ - গায় বুথবী জন্মগ্রহণ করেন।
- ১৯০৮ - রামব্রহ্ম সান্যাল মৃত্যুবরণ করেন।
- ১৯১১ - ভগিনী নিবেদিতা মৃত্যুবরণ করেন।
- ১৯৬৪ - প্রেমাঙ্কুর আতর্থী মৃত্যুবরণ করেন।
|
|
মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ