উইকিসংকলন:প্রধান পাতা


স্মরণ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির রচয়িতা নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩০৯ বঙ্গাব্দের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলে তাঁর স্মৃতির উদ্দেশে তিনি এই কবিতাগুলি রচনা করেন। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত মোহিতচন্দ্র সেন দ্বারা সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে এই কবিতাগুলি স্থান পায়। পরবর্তীকালে এইসকল কবিতাগুলি একত্র করে স্বতন্ত্র আকারে কবিতাগুলি স্মরণ নামক গ্রন্থাকারে ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নব-ফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহহৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো।
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাতজগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।

গোপীচন্দ্র (দ্বিতীয় খণ্ড) (১৯২৪, দীনেশচন্দ্র সেন সম্পাদিত)
তত্ত্ববিচার (১৯১২, শ্রীকৃষ্ণপ্ৰসন্ন সেন)
তামাকের দোষ গুণ ও ইতিহাস (১৮৮১, কান্তিচন্দ্র সরকার)
বাষ্পীয় রথারোহীদিগের প্রতি উপদেশ (১৮৫৪, অক্ষয়কুমার দত্ত)
চন্দ্রলোকে যাত্রা (১৯২৩, রাজেন্দ্রলাল আচার্য অনূদিত)
ওঠ্ ছুঁড়ী তোর বিয়ে (১৮৬৩, হরিমোহন কর্মকার)
তীর্থ-সলিল (১৯০৮, সত্যেন্দ্রনাথ দত্ত অনূদিত)
সাহিত্যের স্বরূপ (১৯৫৮, রবীন্দ্রনাথ ঠাকুর)
একেই কি বলে সভ্যতা? (১৮৬২, মাইকেল মধুসূদন দত্ত)
হারামণি (১৯৩০, মুহম্মদ মনসুর উদ্দীন সম্পাদিত)
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)

![]() |
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল জগদানন্দ রায় রচিত প্রাকৃতিকী (১৯১৪)। সাম্প্রতিক সহযোগিতা: চন্দ্রলোকে যাত্রা, তীর্থ-সলিল, রূপসী বাংলা, কপালকুণ্ডলা, মোগল-বিদুষী, মা, আমার বাল্যকথা, জননী, জন্ম ও মৃত্যু, বিচিন্তা |


- ১৮২০ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন।
- ১৮২২ - গিরিশচন্দ্র বিদ্যারত্ন জন্মগ্রহণ করেন।
- ১৮২৮ - আর্থার জর্জ ম্যাকফার্সন জন্মগ্রহণ করেন।
- ১৮৭৮ - রাজেশ্বর দাশগুপ্ত জন্মগ্রহণ করেন।

|
|


মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ