উইকিসংকলন:প্রধান পাতা

স্মরণ নামক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাগুলির রচয়িতা নোবেল পুরস্কার বিজয়ী বিশ্ববিখ্যাত সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর। ১৩০৯ বঙ্গাব্দের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করলে তাঁর স্মৃতির উদ্দেশে তিনি এই কবিতাগুলি রচনা করেন। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত মোহিতচন্দ্র সেন দ্বারা সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে এই কবিতাগুলি স্থান পায়। পরবর্তীকালে এইসকল কবিতাগুলি একত্র করে স্বতন্ত্র আকারে কবিতাগুলি স্মরণ নামক গ্রন্থাকারে ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
রয়েছে কাতর ঘোর।
দুখশয্যায় করি জাগরণ
রজনী হয়েছে ভোর।
নব-ফুটন্ত ফুলকাননের
নব জাগ্রত শীতপবনের
সাথি হইবারে পারে নি আজিও
এ দেহহৃদয় মোর।
আজি মোর কাছে প্রভাত তোমার
করো গো আড়াল করো।
এ খেলা এ মেলা এ আলো এ গীত
আজি হেথা হতে হরো।
প্রভাতজগৎ হতে মোরে ছিঁড়ি
করুণ আঁধারে লহো মোরে ঘিরি
উদাস হিয়ারে তুলিয়া বাঁধুক
তব স্নেহবাহুডোর।

চতুরঙ্গ (১৮৭৫, হরিলাল সরকার)
- বাঙ্গালার ইতিহাস (প্রথম ভাগ) (১৯২৩, রাখালদাস বন্দ্যোপাধ্যায়)
মধুমল্লী (১৯১৭, অনুরূপা দেবী)
আনন্দমঠ (১৮৮৩, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
সময় অসময় নিঃসময় (২০১০, তপোধীর ভট্টাচার্য)
আজাদী সৈনিকের ডায়েরী (১৯৪৫, এম. জি. মুলকর)
বিপ্লবী সুভাষচন্দ্র (১৯৪৬, প্রফুল্লরঞ্জন রায়)
দিল্লী চলো (১৯৪৫, সুভাষচন্দ্র বসু)
মতিয়া বিবি (১৯০৪, প্রিয়নাথ মুখোপাধ্যায়)
দায়ে খুন (১৮৯৮, প্রিয়নাথ মুখোপাধ্যায়)
এটি নতুন লেখার একটি সংক্ষিপ্ত তালিকা (যোগ করুন)

![]() |
এই মাসের মুদ্রণ সংশোধনের কাজটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেনা পাওনা (১৯৫৮)। সাম্প্রতিক সহযোগিতা: আজকের আমেরিকা, আনন্দমঠ, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং, নেপালে বঙ্গনারী, গীতাঞ্জলি |

|
|
|
|

মুক্ত মিডিয়া ভাণ্ডার
উইকি সফটওয়্যারের উন্নয়ন
সকল প্রকল্পের সমন্বয়কারক
উন্মুক্ত পাঠ্যপুস্তক ও ম্যানুয়াল
উন্মুক্ত জ্ঞানভান্ডার
উন্মুক্ত সংবাদ উৎস
উক্তি-উদ্ধৃতির সংকলন
উন্মুক্ত বিশ্বকোষ
জীবপ্রজাতি নির্দেশিকা
উন্মুক্ত শিক্ষা মাধ্যম
উন্মুক্ত ভ্রমণ নির্দেশিকা
অভিধান ও সমার্থশব্দকোষ