(১১)
কোন ছায়ালোক হ’তে প্রাণের আড়ালে, এমন সোহাগ ভরে প্রদীপ জ্বালালে! ওগো ছায়ারূপী! কোন ছায়ালোকে তুমি তুলিতেছ গীতধ্বনি, হৃদি তন্ত্রী চুমি মোহন পরশে? আমি কোথা নাহি কই! বঁধুহে! নয়ন মুদে শুধু চেয়ে রই!