অন্তর্যামী/১৩
(পৃ. ১৩)
(১৩)
ওই ছায়ালোকে ভাসে নিভৃত মন্দির!
অপূর্ব্ব আলোক ভরা অন্ধকারে ঢাকা!
শত লক্ষ চুড়া তার আনন্দ গম্ভীর,
উঠেছে কোথায় যেন স্বপ্ন পটে আঁকা!
নাহি বৃক্ষ তবু আছে বৃক্ষেরি মতন
শত শত পল্লবের আড়াল করিয়া!—
শত লক্ষ পুষ্প লতা অপূর্ব্ব বরণ
পাকে পাকে উঠিতেছে ঘিরিয়া ঘিরিয়া!
উজ্জ্বল স্বপন ভরা আনন্দ গম্ভীর
ওই ছায়ালোকে ভাসে অপূর্ব্ব মন্দির!