অন্তর্যামী/২৪
(পৃ. ২৪)
(২৪)
একি? একি? ওই বুঝি, সেই পথ ভূমি?
মন-মাঝে ঢেকে ঢেকে রেখেছিলে তুমি!
তুমিই দেখালে পুনঃ! ওগো গুণ-মণি!
কত গুণের্ বঁধু তুমি কেমনে তা ভণি!
কণ্ঠ রোধ হ’য়ে আসে কথা নাহি মিলে!
কেমনে বুঝাব বঁধু! তুমি না বুঝিলে!
সব সুখ একেবারে ফুটিবারে চায়!
সব দুঃখ গীত হ’য়ে পরাণে মিলায়!
সব আশা সব ভাষা এক হ’য়ে যায়!
একটি ফুলের মত চরণে লুটায়!