(২৯)

ওই যে কার গীতধ্বনি জয়ধ্বনির মত,
হৃদয় খানি ছাপাইয়ে উঠ্‌ছে অবিরত!
পরাণ বাঁধা কিসের জালে,
নাচ্‌ছি যেন কিসের তালে
ভরা পালে তরীর মত ভাস্‌ছি অবিরত!
অনেক দিনের অশ্রু সাধা,
এমন পথে এমন বাধা
পরাণ আমার কিসের তরে
কিজানি গো কেমন করে!—
হাল হারাল তরীর মত ভাস্‌ছি অবিরত!
আমি আর কি কর্‌তে পারি!
আমি যে গো চলিতে নারি!
সুর হারান গানের মত ভাস্‌ছি অবিরত!