অন্তর্যামী/৪২
(পৃ. ৪১-৪২)
(৪২)
এস আমার প্রাণের বঁধু! এস করুণ আঁখি!
আমার প্রাণ যে কাঁটায় ভরা, তোমায় কোথা রাখি!
প্রাণের এত কাছা-কাছি আছ তুমি চেয়ে!
তোমার ওই চোখের ছায়া আছে প্রাণ ছেয়ে!
একটু খানি দাঁড়াও তবে, কাঁটা তুলি দিব!
তোমার তরে কোমল ক’রে প্রাণ বিছাইব!
এস আমার কোমল প্রাণ! এস করুণ আঁখি!
কাঁটা তোলা প্রাণের মাঝে আজ তোমারে রাখি!
এস আমার মৃত্যুঞ্জয়! এই অবিনাশি!
বুকের মাঝে বাজিয়ে দাও অভয় তোমার বাঁশী!
ভয় ত্রাস ঘুচে গেছে, চির দিনের তরে!
নাইক' আর আঁধার কোন, আমার আঁখির 'পরে!
প্রাণের মাঝে আঁকে বাঁকে বিভীষিকা যত
পালিয়ে গেছে তারা সব চির দিনের মত!
থাক আমার প্রাণের প্রাণে, থাক অনুক্ষণ!
মনের মাঝে সাড়া দিও ডাকিব যখন!