অন্তর্যামী/৮
(পৃ. ৯)
(৮)
ক্ষম অভিমান বঁধু ক্ষম অভিমান
আঁধারে তোমার লাগি ঝরিছে নয়ান!
বাহু বাড়াইয়া দিলে কিছু নাহি পাই,
শূন্য মনে ভূমি তলে কাঁদিয়া লুটাই।
বুঝি এই প্রেমে লাগে অনেক সাধনা:—
তবে ছেড়ে দিনু আমি! করগো রচনা
আমার জীবন লয়ে যাহা তুমি চাও!—
পরাণের তারে তারে আপনি বাজাও!
আমি কাঁদিব না আর, কথা নাহি কব,
নয়ন মুদিয়া শুধু পথে প’ড়ে রব।