আনন্দ-তুফান/শান্তি
(পৃ. ৪০-৪১)
শান্তি।
কর ভাই, দুর্গানাম—দুৰ্গতি-নাশন;
ভব-বন বড়ই দুৰ্গম;
রিপুদল, সিংহ ব্যাঘ্র সব
ফিরে সদা সে ঘোর কাননে।
বড়ই কণ্টক ‘মায়া’, না চলে চরণ,
অশান্তির লতিকা জড়ায়,
বাঁধে পায়, চাহিলে পশ্চাতে ফিরি’।
‘পাপ’-দস্যু প্রহারে আবার;
নাহি পায় শান্তি-নিকেতন;
বুঝে না মোহান্ধ জীব তবু,
নাহি ত্রাণ দুর্গানাম বিনা,
ভীষণ সঙ্কট এই সংসার-মাঝারে।
যে করে দুর্গার নাম শয়নে স্বপনে,—
ভোজ্য পান নামামৃত যাঁ’র,—
গুরু লঘু জ্ঞানহীন দুর্গাময় সব,—
সুখ দুঃখ দুর্গাই যাঁহার;
সর্ব্বেশ্বর ঈশ্বর সে জন—মূর্ত্তিমান্!
গুণ তাঁ’র কি পারি বর্ণিত—জড় রসনায়,
মায়ামুগ্ধ, পাপাসক্ত, ক্ষুদ্র জীব আমি।
পেয়েছ দুর্লভ দেহ ‘মনুষ্য’-আকার,
চাহ ভাই, আপনার পানে;
‘তুমি’ ভিন্ন নাহি বিশ্বে কিছু আর,
মনুষ্যত্ব কর উপার্জ্জন,—
‘শেষ দিন সম্মুখে স্মরিয়া।
যথাশক্তি সমাপ্ত।