আমি বনফুল গো
কানন দেবী গীত
শেষ উত্তর চলচ্চিত্রে ব্যবহৃত
(পৃ. ১)
আমি বনফুল গো
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো
বাসন্তিকার কণ্ঠে আমি
বাসন্তিকার কণ্ঠে আমি
মালিকারও দুল গো
মালিকারও দুল গো
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো
বনের পরী আমার সনে
খেলতে আসে কুঞ্জবনে
বনের পরী আমার সনে
খেলতে আসে কুঞ্জবনে
ফুল ফোটানো গান গেয়ে যায়
ফুল ফোটানো গান গেয়ে যায়
পাপিয়া বুলবুল গো
পাপিয়া বুলবুল গো
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো
পথিক ভ্রমর শুধায় মোরে
সোনার মেয়ে
নাম কি তোর
পথিক ভ্রমর শুধায় মোরে
সোনার মেয়ে
নাম কি তোর
বলি ফুলের দেশের কন্যা আমি
বলি, ফুলের দেশের কন্যা আমি
চম্পাবতী নামটি মোর
চম্পাবতী নামটি মোর
লতার কোলে চাঁদনি রাতে
বাসর জাগি চাঁদের সাথে
লতার কোলে চাঁদনি রাতে
বাসর জাগি চাঁদের সাথে
ভোরের বেলা নয়ন কোণে
দোলে শিশির দুল গো
আমি বনফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
আমি বনফুল গো
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।