আলাপ:লালন-গীতিকা

সাম্প্রতিক মন্তব্য: Jayantanth কর্তৃক ৩ বছর পূর্বে
  1. লালন-গীতিকা/আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
  2. লালন-গীতিকা/আল্লাহ কে বোঝে তোমার অপার লীলে
  3. লালন-গীতিকা/আশা পূর্ণ হলো না
  4. লালন-গীতিকা/এক ফুলের মর্ম জানতে হয়
  5. লালন-গীতিকা/একবার ভবের কেনারে লাগাও তরী
  6. লালন-গীতিকা/এমন সমাজ কবে গো সৃজন হবে
  7. লালন-গীতিকা/এস হে প্রভু নিরঞ্জন
  8. লালন-গীতিকা/এসব দেখি কানার হাট বাজার
  9. লালন-গীতিকা/এসো দয়াল আমায় পার কর ভবের ঘাটে
  10. লালন-গীতিকা/ঐ কালার কথা কেন বলো আজ আমায়
  11. লালন-গীতিকা/ও আমার মন যারে চাই
  12. লালন-গীতিকা/ও জীবের ধান্ধা কেন যায় না
  13. লালন-গীতিকা/ও মন, দেখে শুনে ঘোর গেল না
  14. লালন-গীতিকা/কই হল মোর মাছ ধরা
  15. লালন-গীতিকা/করি মানা কাম ছাড়েনা মদনে
  16. লালন-গীতিকা/কি সন্ধানে যাই সেখানে
  17. লালন-গীতিকা/কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
  18. লালন-গীতিকা/কেনে ডুবলি না মন গুরুর চরণে
  19. লালন-গীতিকা/কোথায় রইলে হে দয়াল কাণ্ডারী
  20. লালন-গীতিকা/কোন কলে নানাবিধ আওয়াজ উদয়
  21. লালন-গীতিকা/কোন কুলে যাবি মনুরায়
  22. লালন-গীতিকা/কোন বা দেশের মানুষ গো, ও বলো
  23. লালন-গীতিকা/কোন রসে কোন রতির খেলা
  24. লালন-গীতিকা/কোন রাগে সে মানুষ আছে মহারসের ধনী
  25. লালন-গীতিকা/খাকে গড়লো পিঞ্জিরে
  26. লালন-গীতিকা/খালি ভাঁড় থাকবে রে পড়ে
  27. লালন-গীতিকা/খুল নে কেনে সে ধন
  28. লালন-গীতিকা/গুণে পড়ে সারলি দফা
  29. লালন-গীতিকা/গুরু গো সাঁই, হক নাম বল রসনা
  30. লালন-গীতিকা/গুরু বল নৌকা খোল
  31. লালন-গীতিকা/গুরু বলে ধর পাড়ি মন হুঁস থেকে
  32. লালন-গীতিকা/গুরু যার কাণ্ডারী ভবে
  33. লালন-গীতিকা/গুরু রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
  34. লালন-গীতিকা/গুরু-বস্তু চিনলে না
  35. লালন-গীতিকা/গুরু-শিষ্য এক আত্মা যদি হওয়া যায়
  36. লালন-গীতিকা/গুরুপদে ডুবে থাক রে আমার মন
  37. লালন-গীতিকা/গুরুপদে নিষ্ঠা মন যার হবে
  38. লালন-গীতিকা/গুরুর চরণ অমূল্য ধন
  39. লালন-গীতিকা/গুরুর দয়া যারে হয় সেই জানে
  40. লালন-গীতিকা/গুরুর নাম লইয়া তুই বস না ধ্যানে
  41. লালন-গীতিকা/গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়
  42. লালন-গীতিকা/গেড়ে গাঙ্গেরে ক্ষ্যাপা
  43. লালন-গীতিকা/গোয়াল ভরা পুষনে ছেলে
  44. লালন-গীতিকা/ঘরের মধ্যে ঘর বেঁধেছেন
  45. লালন-গীতিকা/চলো যাই আনন্দের বাজারে
  46. লালন-গীতিকা/চাঁদ বদনে বল গোসাঁই।
  47. লালন-গীতিকা/চাতক বাঁচে কেমনে
  48. লালন-গীতিকা/সামান্য জ্ঞানে কি মন তুই পাইবি রে
  49. লালন-গীতিকা/সামাল সামাল সমাল তরী
  50. লালন-গীতিকা/সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে
  51. লালন-গীতিকা/সে কি আমার কবার কথা

@Mahir256: আগে তৈরি প্রায় ২০০টি গানের মধ্যে লালন গীতিকায় ১১০ টা মত খুঁজে পেলাম। উপরের গানগুলো বইতে পেলাম না। হারামনি বা বাংলার বাঊল ও বাউল সঙ্গীত বইতে খুঁজে দেখিনি। এইগুলো কি করা যেতে পারে একটু দেখো। Jayanta(জয়ন্ত) ০৭:৫০, ১৮ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"লালন-গীতিকা" পাতায় ফেরত যান।