আলাপ:সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/কাতুকুতু বুড়ো

এ ছড়া গুলো কি কোন বই বা গ্রন্থাকারে প্রকাশ পায় নি??--Bellayet ১৩:৪৩, ১০ অক্টোবর ২০০৭ (UTC)

এক্ষেত্রে তারিফের হয়ে উত্তরটা আমি দিচ্ছি- সুকুমার রায়ের কবিতা গুলো এখন সবই প্রায় সংকলন আকারে পাওয়া যায়। সম্ভবত আবোল-তাবোল ,পাগলা দাশু ইত্যাদি কয়েকটি বই প্রকাশিত হয়েছিলো। সংকলনে ্রকম কয়েকটা ভাগ রয়েছে। তবে আমার জানা মতে সুকুমার রায়ের অধিকাংশ কবিতা সন্দেশ নামক পত্রিকায় ছাপা হত।সেখান থেকে সংকলন করা হয়েছে। তাই নির্দিষ্ট করে বইয়ের নামগুলো আমিও দিতে পারিনি। কারন কোনটি কোথাকার ছড়া তা সঠিক ভাবে এখনও নিশ্চিত নই।--Đ̪αўєєи ১৫:৩২, ১০ অক্টোবর ২০০৭ (UTC)

সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/কাতুকুতু বুড়ো নিয়ে একটি আলোচনা শুরু করুন

একটি আলোচনা শুরু করুন
"সুকুমার সমগ্র রচনাবলী (প্রথম খণ্ড)/আবোল তাবোল/কাতুকুতু বুড়ো" পাতায় ফেরত যান।