ইঙ্গিত/নূতন শিক্ষক
< ইঙ্গিত
(পৃ. ৩৯)
নূতন শিক্ষক
নূতন শিক্ষকটি কবি এবং ভাবুক বলিয়া পরিচিত। দুষ্টের সেরা রমেন বসিবার কেদারায় কালি মাখাইয়া রাখিয়াছিল। ঘণ্টা ফুরাইলে শিক্ষক মহাশয় দরজার কাছে যাইতেই সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। তিনি কিছুই বুঝিতে না পারিয়া বিহ্বল দৃষ্টিতে ফিরিয়া চাহিলেন। চাহনীর ভিতর কি ছিল, কে জানে? রমেনের দিকে দৃষ্টি পড়িতেই, সে ছুটিয়া আসিয়া তাঁহার পায়ে পড়িয়া বলিল, “ক্ষমা করুন।”