ইঞ্জিল মুকদ্দস্/২ বাব
২ বাব।
তারা দেখিয়া মাজুসদের আসিবার বয়ান।
হেরোদ নামেতে শক্শ বাদ্শা যখন।
এহুদার বৈৎলেহম্ শহরে তখন॥
ইসার পএদাস যবে সেখানে হইল।
তার বাদে বলি শুন যে সব ঘটিল॥
কয়েক মাজূস লোক পূরব হইতে।
আসিয়া কহিল তারা যিরূশালমেতে॥
এহুদী জাতির বাদ্শা পএদা হৈয়াছেন।
সেই লড়্কা বল শুনি কোথায় আছেন॥
দেখেছি তেনার তারা পূরব হইতে।
তাই আসিয়াছি তাঁরে সেজ্দা করিতে॥
হেরোদ বাদ্শাহ আর যিরূশালেমের।
সব লোক ইহা শুনি ঘবড়াইল ঢের॥
সরদার ইমাম আর কাতিব যতেক।
ডাকাইয়া এই বাৎ সবে পুছিলেক॥
মসীহ হইবে পএদা বলহ কোথায়।
শুনিয়া জওয়াবে তারা অএছা বাতায়॥
এহুদার বৈৎলেহম্
শহরের বিচে।
সবব নবির দ্বারা এহা লেখা আছে॥
এহুদিয়া মুলকের বৈৎহেম্ শহর।
এহুদা মুলুকে আছে যে সব নগর॥
তুমি না হইবে ছোট তার দর্মিয়ানে।
সবব আমার এই ইস্রায়েলগণে॥
আসিবে যে বাদ্শা পরওরিশ করিতে।
আসিবেন তিনি তেরা দর্মিয়ান হৈতে॥
সেই যে মাজুস লোক সেথা এসেছিল।
হেরোদ তাদের চুপ চাপেতে ডাকিল॥
ঐ তারা কোন ওক্তে দেখা গিয়াছিল।
তাহাদের কাছে ইহা তহকিক করিল॥
যাইতে হুকুম দিয়া বৈৎলেম্ শহরে।
এই বাৎ কহিলেক তাহাদের তরে॥
তোমরা যাইয়া খুব দৈরাফ্ত করিয়া।
সেইত লড়্কারে খুব দেখিবে ঢুঁড়িয়া॥
সুরাক পাইলে তত্ত্ব জানাবে আমাকে।
আমি ভি যাইয়া সেজ্দা করিব তেনাকে॥
বাদশাহের অএছাই হুকুম শুনিয়া।
চলিল তাহারা সবে রওনা হইয়া॥
যে তারা দেখিল তারা পূরবে থাকিয়া।
সেই তারা তাহাদের আগেতে যাইয়া॥
সেই লড়্কা আছিলেন যেই জাএগায়।
ঠহেরিল সেই তারা যাইয়া সেথায়॥
দেখিয়া তাহারা তাহা খোশালিত হৈয়া।
ঘরের ভিতরে সবে গেল যে ঘুসিয়া॥
তাঁর মাতা মরিয়ম বিবির সহিতে।
সেই ত লড়্কারে তারা পাইল দেখিতে॥
জমিনে ঝুঁকিয়া শির সেজ্দা করিয়া।
আর তারা নিজ নিজ আস্বাব খুলিয়া॥
বাহির করিয়া সোনা লোবান ও মুর।
আদায় করিল তাঁর নজ্দিকে নজোর॥
খোয়াবে এলাহি হৈতে পেলো যেই মানা।
হেরোদের কাছে তাই ফিরিয়া গেল না॥
তা বাদে তাহারা সবে জুদা পথ দিয়া।
আপন মুলুকে ফের গেল যে চলিয়া॥
তাহারা সকলে গেলে রওনা হইয়া।
খোয়াবে ফেরেস্তা য়ূষফেরে দেখা দিয়া॥
কহিল উঠিয়া তুমি জরু লড়্কা লিয়া।
মিসর মুলুকে আভি যাও পলাইয়া॥
যবতক আমা হৈতে ফের না শুনিবে।
তবতক তুমি সেই মুলুকে রহিবে॥
কতল করিতে তাঁরে হেরোদ বাদ্শায়।
তল্লাশ করিবে খুব কহিনু তোমায়॥
তাবাদে য়ূষফ উঠে রাতা রাৎ কোরে।
জরু লড়্কা গিয়া গেল মুলুক মিসরে॥
যবতক হেরোদের মৌৎ না হইল।
তবতক সবে গিয়া সেথায় রহিল॥
ফর্ম্মাইলা খোদা যাহা নবির মার্ফতে।
সেই বাৎ পূরা দেখ হইল ইহাতে॥
"মিসর মুলুক হৈতে আপন বেটাকে।
ডাকিয়া নিলাম আমি" কহিনু তোমাকে॥
বৈৎলেম শহরে লড়কাদের কতল হইবার বয়ান।
তাবাদে মাজুস লোক বাদ্শাহের সাথে।
করিলেক দাগাবাজি বুঝিয়া দিলেতে॥
বড় গোশ্শা হইলেক তাতে হেরোদের।
শুন বলি সে কি তবে করিল আখের॥
মাজুস লোকের কাছে দৈরাফ্ত করিয়া।
আছিলেক যে ওখৎ ওয়াকেফ্ হৈয়া॥
সেই ওক্ত মোতাবেক বৈৎলেম শহরে।
আর সেই শহরের সরহদ্ ভিতরে॥
দুবরশ আর তার কম উম্মারের।
আছিল যতেক লড়্কা যতেক লোকের॥
আপনার লোকজন বহুৎ ভেজিয়া।
ফেলিল তামাম লড়্কা কতল করিয়া॥
যিরিমিয়া নবি আগে যে বাৎ কহিল।
ইহাতে তেনার সেই বাৎ পূরা হৈল॥
"নালা ও মাতম আর আওয়াজ কান্নার।
শুনা যায় রামৎ শহরে বেশুমার॥
কাঁদিছে রাহেল নিজ লড়্কাদের তরে।
তশল্লি না মানে তারা গেছে সবে মর্যে॥"
হেরোদের মৌৎ বাদে য়ূষফের নাসরৎ শহরে যাইবার বয়ান।
আর হেরোদের মৌৎ হইবার পরে।
খোদার ফেরেস্তা গিয়া মুলুক মিসরে॥
খোয়াবেতে য়ূষফের নজ্দিকে যাইয়া।
কহিলেক এই বাৎ জাহের করিয়া॥
উঠিয়া আপন জরু লড়্কা সাথে লহ।
ইস্রেলের মুল্লুকেতে ফের তুমি যাহ॥
সবব লড়্কার জান লইতে ফেকের।
করেছিল যারা মৌৎ হৈয়াছে তাদের॥
তাহাতে সে জরু আর লড়্কারে লইয়া।
ইস্রেলের মুলুকেতে আইল চলিয়া॥
কিন্তু শুনে হেরোদের বেট আর্খিলায়।
বাপের হুদ্দাতে নিজে হুকুম চালায়॥
তাহাতে দেলের বিচে ফের ঘব্ড়াইল।
এহুদা মুলুকে যেতে দিলেতে ডরিল॥
তাবাদে হুকুম পাইয়া এলাহি হইতে।
আখেরে চলিয়া গেল গালিল জিলাতে॥
যাইয়া রহিল তারা শহর নাসরতে।
নবির কহায়া বাৎ পূরা হৈল তাতে॥
"তিনিই যে নাসরিয় কহ্লা যাইবে।"
এই বাৎ লেখা আছে নবির কেতাবে॥