পুরস্কারপ্রাপকগণ, দয়া করে মনে রাখবেন, নিম্নে সম্ভাব্য পুরষ্কারের কথা বলা হয়েছে অর্থাৎ, একদম এই পুরষ্কার দেওয়া সম্ভব হতেও পারে বা নাও হতে পারে। সেক্ষেত্রে পুরস্কারে কিছু রদবদল করা হতে পারে। ভারত ও বাংলাদেশের বিজয়ীদের মধ্যে প্রদত্ত পুরষ্কারের পার্থক্যও থাকতে পারে। মনে রাখবেন, নগদ টাকা বা উপহার ভাউচার দেওয়া কোন মতেই সম্ভব হবে না।
বিশেষ দ্রষ্টব্য : সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর কারণে পরিস্থির গুরুত্ব বিবেচনা করে জাতীয় আইন মেনে পুরস্কার পাঠাতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে সংগঠক বা পুরষ্কারপ্রেরকদের কোন দায়িত্ব থাকবে না।
প্রতিযোগিতার শেষে বিজয়ীদের নিকট তাঁদের ঠিকানা সংগ্রহ করা হবে এবং সেই সকল তথ্য সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটি ও উইকিমিডিয়া বাংলাদেশের নিকট পাঠিয়ে দেওয়া হবে। এই দুই সংগঠন প্রতিযোগীদের পুরস্কার পাঠানোর দায়িত্ব নেবে। এই বিষয়ে যে কোন সমস্যা বা অভিযোগ থাকলে প্রতিযোগীদের সরাসরি এই দুই সংগঠনে যোগাযোগ করতে অনুরোধ করা হবে। উইকিসংকলন সম্প্রদায় তথা পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল বা প্রতিযোগিতার সংগঠকরা পুরস্কার পাঠানোর কোন দায়িত্ব নেবেন না।
বাংলাদেশে বসবাসকারী বিজয়ীদের উইকিমিডিয়া বাংলাদেশ পুরষ্কার পাঠাবে। এই প্রসঙ্গে বক্তব্য থাকলে, @NahidSultan: এর সাথে সরাসরি যোগাযোগ করবেন।
দয়া করে, মনে রাখবেন, আপনার ঠিকানায় পুরষ্কার পাঠানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করা হবে, কিন্তু সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণ মহামারীর কারণে বা ডাকবিভাগের ত্রুটির কারণে পুরস্কার পৌঁছতে বিলম্ব বা সমস্যা হলে তাঁর দায় পুরষ্কার প্রেরকদের ওপর বর্তাবে না।