বোধিসত্ত্ব সম্পাদনা

(ভোট গণনাফল - ৩/০/০)

বাংলা উইকিসংকলনকে small wiki থেকে যথাযোগ্য মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য এখানে আরও প্রশাসক থাকা উচিত৷ তাই আমি এখানে জয়ন্তবাবু ছাড়া অন্য সবথেকে সক্রিয় সদস্য বোধিসত্ত্বের নাম প্রশাসক হিসেবে প্রস্তাব করছি, যদি তার আপত্তি না থাকে৷ @Bodhisattwa, Jayantanth:? Hrishikes (আলাপ) ১১:০২, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য প্রশাসকত্বের মত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য হৃষিকেশদা আমার নাম প্রস্তাব করায় প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই। যদিও সাধারণ ব্যবহারকারী হিসেবেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে উইকিসংকলন সম্প্রদায় চাইলে এই প্রকল্পের প্রয়োজনে এই দায়িত্ব পালন করতে আমার আপত্তি নেই। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৩, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন

  1.   সমর্থনএই মুহুর্তে বাংলা উইকিসংকলনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে। তাই বোধিকে প্রশাসক হিসেবে বিশেষ প্রয়োজন।--সুজয় চন্দ্র ১৪:২৬, ২১ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)
  2.   সমর্থন Hrishikes (আলাপ) ০০:৪৬, ২৭ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
  3.   সমর্থন কোন সন্দেহ নাই যে বৌধিসত্ত্ব দা, একজন যোগ্য প্রশাসক।

সিদ্ধান্ত

  করা হয়েছে ছয় মাসের জন্য৷ Hrishikes (আলাপ) ০৮:৩৮, ২৮ জানুয়ারি ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]