Jonoikobangali সম্পাদনা

(ভোট গণনাফল - ১/০/০)
আমি, অর্ণব দত্ত, বাংলা উইকিপেডিয়ার একজন নিয়মিত অবদানকারী। বর্তমানে উইকিসংকলনেও নিয়মিত অবদান রাখছি। আমার ব্যক্তিগত সংগ্রহে বিগত এক হাজার বছরের বাংলা কবিতা ও গানের একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। তার মধ্যে যতদূর পর্যন্ত পাবলিক ডোমেইন তার পুরোটাই উইকিতে তুলে দেবো ঠিক করেছি। এছাড়া আধুনিক বাংলা গদ্যেরও একটি বৃহৎ সংগ্রহ আমার কাছে রয়েছে, সেটিও তুলে দিতে মনস্থ করেছি। এই বিরাট কাজের পাশাপাশি উইকিসংকলনের প্রশাসক পদে বেলায়েত ভাইয়ের সঙ্গে কাজ করারও ইচ্ছে আছে। উইকিসংকলনের তিনি একমাত্র প্রশাসক, আমার মনে হয়েছে, আমি যখন নিয়মিত উইকিসংকলনে অবদান রাখা শুরু করেছি, তখন প্রশাসন পরিচালনার কাজেও ওঁকে সহায়তা করার একটা সুযোগ আমার রয়েছে। তাছাড়া আমি যে বৃহদায়তন প্রকল্পগুলি হাতে নিয়েছি বা নেব, সেগুলিকে উইকিতে সাজিয়ে দেবার কাজেও আমার সুবিধা হবে এতে। উইকিসংকলনের সদস্যদের কাছে তাই আমার বিনীত আবেদন, আমার যোগ্যতা যাচাই করে আমি প্রশাসক পদে উপযুক্ত কিনা সেই বিষয়ে মতামত দিন। --অর্ণব দত্ত ০৮:২০, ২৬ সেপ্টেম্বর ২০০৮ (UTC)
(ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
  সমর্থন
  1. অর্ণব বেশ কিছু দিন যাবৎ উইকিসংকলনে কাজ করছেন এবং এ প্রকল্পটি এগিয়ে নিতে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে যা সে প্রশাসকত্ত্ব পেলে যথাযথ ভাবে সম্পাদন করতে পারবেন। তার এ কাজ সম্পাদনের জন্য সাময়িক ভাবে প্রশাসকত্ত্ব প্রদানে সমর্থন করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
  2. আমি অর্ণবের প্রশাসক হবার আবেদন সমর্থন করছি। আশা করি প্রশাসক হবার পর বাংলা উইকি সংকলনকে ভরিয়ে তুলবে। অর্ণব বাংলা উইকির সম্পদ। আমি নিজে এখানে বেশি অবদান রাখতে পারি না , ভবিষ্যতে এখানেও কাজ করার ইচ্ছা আছে।Joy ০৫:৩০, ২১ ফেব্রুয়ারি ২০০৯ (UTC)
  বিরোধিতা
নিরপেক্ষ