Bellayet প্রশাসক (৪/০/০)

সম্পাদনা

আমি বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক, সেখানে আমার সম্পাদনার সংখ্যা প্রায় ৮৫০০ (bn:wp Edit count)। বহুভাষীক উইকিসোর্সে এর আগেও বাংলা নিয়ে কাজ করেছি। বাংলা উইকিসোর্সের জন্য আবেদনের পরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ভাষা কমিটি দ্বারা বাংলা উইকিসোর্স অনুমোদিত হয় এবং একটি সাবডোমেইন সহ বাংলা ভাষার জন্য আলাদা সাইট দেওয়া হয়। বর্তমানে আমি বাংলা উইকিসোর্সের টেম্পোরারি অ্যাডমিন। কিন্তু বাংলা উইকিসোর্সলে এগিয়ে নিতে একজন পার্মানেন্ট প্রশাসকের প্রয়োজন।

আমি উইকিসোর্সের পার্মানেন্ট প্রশাসক পদের জন্য আবেদন করছি। আশা করছি বাংলা ভাষার অমর কৃর্তিসমূহ সংকলনে বাংলা উইকিসোর্সে অগ্রযাত্রায় আরো অধিক সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হব।--Bellayet ১৫:৫১, ১ অক্টোবর ২০০৭ (UTC)

(ভোট দেয়ার জন্য নিম্নে সমর্থন, বিরোধিতা, বা নিরপেক্ষ অংশে (# --~~~~ (এবং কোন মন্তব্য, যদি থাকে)। ) যোগ করুন।)
  সমর্থন
  1. বেলায়েত ভাই প্রশাসক হওয়ার যোগ্য। --Tarif Ezaz ০৮:৫৭, ৪ অক্টোবর ২০০৭ (UTC)
  2. প্রশাসক পদে বেলায়েত ভাইয়ের প্রতি আমার সমর্থন রয়েছে।--Frdayeen ০৯:৩০, ৪ অক্টোবর ২০০৭ (UTC)
  3. I do support the adminship of Bellayet Bhai. -- Muhammad ০৬:৩৮, ১২ অক্টোবর ২০০৭ (UTC)
  4. বাহ! আমরাতো জানি আপনি হলেন এর প্রশাসক এবং পার্মানেন্ট। কোথায় লিখলে এটা ফাইনাল হবে? ‌ মুনির হাসান
  বিরোধিতা
নিরপেক্ষ

সিদ্ধান্ত

সম্পাদনা
  • প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছে।