দয়া করে, মনে রাখবেন, আপনার ঠিকানায় পুরষ্কার পাঠানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করা হবে, কিন্তু ডাকবিভাগের ত্রুটির কারণে পুরস্কার পৌঁছতে বিলম্ব বা সমস্যা হলে তাঁর দায় পুরষ্কার প্রেরকদের ওপর বর্তাবে না।
প্রতিযোগিতার শেষে সংগঠকদের তরফ থেকে প্রথম ৩ জন বিজয়ীদের নিকট তাঁদের ঠিকানা সংগ্রহ করা হবে এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল এবং উইকিমিডিয়া বাংলাদেশের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবককে পাঠিয়ে দেওয়া হবে। এই দুই সংগঠন প্রতিযোগীদের পুরস্কার পাঠানোর দায়িত্ব নেবে।
ভারতে বসবাসকারী বিজয়ীদের পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল পুরস্কার পাঠাবে।
বাংলাদেশে বসবাসকারী বিজয়ীদের উইকিমিডিয়া বাংলাদেশ উপহার ভাউচার ও ডিজিটাল সার্টিফিকেট পাঠাবে।
ভারত ও বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে বসবাসকারী বিজয়ীদের কোন পুরস্কার পাঠানো সম্ভব হবে না।
প্রতিযোগিরা সর্বনিম্ন ৬০০ পয়েন্ট পেলে তবেই পুরষ্কার পাওয়ার জন্য গণ্য হবেন। প্রথম তিনজন পুরস্কার পাবেন।
পুরস্কারপ্রাপকগণ, দয়া করে মনে রাখবেন, নিম্নে সম্ভাব্য পুরষ্কারের কথা বলা হয়েছে অর্থাৎ, একদম এই পুরষ্কার দেওয়া সম্ভব হতেও পারে বা নাও হতে পারে। সেক্ষেত্রে পুরস্কারে কিছু রদবদল করা হতে পারে। দয়া করে মনে রাখবেন, নগদ টাকা প্রদান করা কোন মতেই সম্ভব হবে না।
পুরস্কারপ্রাপকগণ, দয়া করে মনে রাখবেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পুরস্কারের মধ্যে পার্থক্য থাকতে পারে। যেমন উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে টি-শার্ট দেওয়া হবে না বা উপহার ভাউচার দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল উপহার ভাউচার দেবে না।
দয়া করে মনে রাখবেন, বাংলাদেশের বিজয়ীদের পুরস্কার পাঠানোর ব্যাপারে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল দায়িত্বপ্রাপ্ত নয় এবং পশ্চিমবঙ্গের বিজয়ীদের পুরস্কার পাঠানোর ব্যাপারে উইকিমিডিয়া বাংলাদেশের কোন দায়িত্ব নেই। অতএব পুরস্কার সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আলাপ পাতায় আলোচনা করুন।