উইকিসংকলন:উৎস

(উইকিসংকলন:Sources থেকে পুনর্নির্দেশিত)
উৎস
এখানে উইকিসংকলনের অনুরূপ অন-লাইনে প্রাপ্ত পাবলিক ডোমেইন গ্রন্থের ( মূলত বাংলা ভাষার ) সংগ্রহ পাবেন, এই তালিকা অসম্পূর্ণ । আপনি ও এই তালিকাতে আপনার জানা অয়েব্ব সাইট যোগ করে আমাদের সাহায্য করতে পারেন। তবে এখানে স্থানান্তরের আগে গ্রন্থের কপিরাইটের ব্যাপারে নিশ্চিত হয়ে তবেই কাজে হাত দেবেন।

অন-লাইনে প্রাপ্ত পাবলিক ডোমেইন গ্রন্থের ( মূলত বাংলা ভাষার ) ভান্ডার পাওয়া গেলেও, বাংলা হরফের কোন মান সন্মত্ত ওসিআর নেই বলে, প্রুফরিডের গুনমান ভাল নয় বা নেই বললেই চলে।

উপাত্ত প্রুফরিড বৈশিষ্ট্য স্ক্যান পাতা
( পিডিএফ বা ডিজেভু)
বাংলা বই বাংলা ইউনিকোড টীকা /বর্ণনা
প্রকল্প গুটেনবার্গ আছে নেই নেই নেই বন্টিত প্রুফরিডার দ্বারা খুব উন্নত গুণমানের প্রুফরিডিং এর কাজ করা আছে, সবটাই প্রায় ইংরেজি ভাষার লেখার জন্য ( সকল বই পাবলিক ডোমেইন), বাংলা বই স্ক্যান কপি পাওয়া নাও যেতে পারে। বাংলা ইউনিকোডের লেখা নেই।
গুগুল বই আছে, কিন্তু গুনমান খারাপ আছে কিছু পাওয়া যায় নেই প্রুফরিডিং এর কাজ করা খুব খারাপ সাথে পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। সবটাই প্রায় ইংরেজি ভাষার বই । বাংলা বই স্ক্যান কপি পাওয়া নাও যেতে পারে। বাংলা ইউনিকোডের লেখা নেই।
ইন্টারনেট আর্কাইভ গুনমান খারাপ আছে কিছু পাওয়া যায় নেই ওসিআর সফটওয়ারের মাধ্যমে মূলত ইংরেজি লেখাকে প্রুফরিডিং না করেই রাখা আছে। পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। বাংলা বই স্ক্যান কপি পাওয়া । বাংলা ইউনিকোডের লেখা নেই।
বাংলা লাইব্রেরি নেই নেই মূলত বাংলা আছে সম্ভবত প্রুফরিডিং করার কোনো টুল নেই। পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। মূলত বাংলা ইউনিকোডের লেখা থাকলেও বইয়ের স্ক্যান কপি পাওয়া যায় না।
বংলিব নেই নেই বেশির ভাগ বই বাংলা আছে সম্ভবত প্রুফরিডিং করার কোনো টুল নেই। পাবলিক ডোমেইন কপিরাইট মুক্ত বই ছাড়াও কপিরাইটের বই এবং পাঠকদের নিজের লেখা বই আছে। মূলত বাংলা ইউনিকোডের লেখা ও পাঠকদের জন্য ভালো ইউজার ইন্টারফেজ আছে। এখান থেকে বই স্ক্যান কপি ডাউনলোড বা লেখা কপি করা যায় না।
পশ্চিমবঙ্গের সাধারণ গ্রন্থাগার সমূহের নেটওয়ার্ক নেই আছে মূলত বাংলা নেই প্রুফরিডিং করার কোনো টুল নেই। পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। মূলত বাংলা বইয়ের স্ক্যান কপি পাওয়া যায়।
ডিজিট্যাল লাইব্রেরি অফ ইন্ডিয়া নেই আছে আছে নেই প্রুফরিডিং করার কোনো টুল নেই। পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। পাবলিক ডোমেইন বই ছাড়াও কপিরাইটের বই আছে। মূলত বাংলা বইয়ের স্ক্যান কপি পাওয়া যায়।

বাংলা উইকিসংকলন এগিয়ে নিয়ে গেলে তার বৈশিষ্ট্য হবে নিন্মরুপ

উপাত্ত প্রুফরিড বৈশিষ্ট্য স্ক্যান পাতা
( পিডিএফ বা ডিজেভু)
বাংলা বই বাংলা ইউনিকোড টীকা /বর্ণনা
বাংলা উইকিসংকলন আছে আছে আছে আছে বাংলা ইউনিকোডের প্রথম স্বেচ্ছাসেবক প্রুফরিডারদের দ্বারা খুব উন্নত গুণমানের প্রুফরিডিং করা বাংলা ভাষার সকল পাবলিক ডোমেইন বইয়ের পাঠাগার

আরও দেখুন

সম্পাদনা