উইকিসংকলন আলোচনা:রবিমাস প্রতিযোগিতা ১৪২৮/বইয়ের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Kapilamarnam কর্তৃক ২ বছর পূর্বে "বই" অনুচ্ছেদে

বই সম্পাদনা

বইয়ের তালিকায় বই কীভাবে যোগ করব?

@Kapilamarnam: কোন বই এই প্রতিযোগিতায় যুক্ত করতে চাইছেন , সেটা এখানেই লিখুন। আমরা যুক্ত করে দেব। Jayanta(জয়ন্ত) ১৪:০১, ১৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Jayantanth: শিশু, পূর্ব-বাংলার গল্প, গল্পসল্প, দীপিকা, লক্ষ্মীর পরীক্ষা প্রভৃতি কিছু বই। Kapilamarnam (আলাপ) ১৪:১৬, ১৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Kapilamarnam:, কিছু নতুন বই দেওয়া হল, এর মধ্য শিশু এটিতে অনেক ভুল আছে, তাই দেওয়া গেল না। পূর্ব-বাংলার গল্পদীপিকা দুইটি কোনো মৌলিক বই নয়, দুটিই লেখকের মৃত্যুর পর বিশ্বভারতী সংকলতি করে প্রকাশ করেছে, তাই এই প্রতিযোগিতায় দেওয়া হয় না। প্রতিযোগিতায় সব সময় আমরা মৌলিক একক বই ও খুব জনপ্রিয় বইগুলিকে দেওয়ার চেষ্টা করি। প্রতিযোগিতার বাইরে ঐ বইগুলি নিয়ে যে কেউ কাজ করতে পারেন। ধন্যবাদ। Jayanta(জয়ন্ত) ০৭:০১, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
লক্ষ্মীর পরীক্ষা নাটক বলে দেওয়া গেল না। কারণ নাটকের প্রুফরিড একটু ভিন্ন টেম্পলেট দিয়ে করতে হয়। । যে কটা নাটক দেওয়া হয়েছে সব গুলো ভুল প্রুফরিড আছে। Jayanta(জয়ন্ত) ০৭:১৪, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Jayantanth: আচ্ছা। ধন্যবাদ। Kapilamarnam (আলাপ) ০৯:২২, ১৫ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"রবিমাস প্রতিযোগিতা ১৪২৮/বইয়ের তালিকা" প্রকল্প পাতায় ফিরুন।