উৎসর্গ/সংযোজন ৯
< উৎসর্গ
(পৃ. ১০৮-১০৯)
৯
কাল যবে সন্ধ্যাকালে বন্ধুসভাতলে
গাহিতে তোমার গান কহিল সকলে
সহসা রুধিয়া গেল হৃদয়ের দ্বার—
যেথায় আসন তব, গোপন আগার।
স্থানভেদে তব গান মূর্তি নব নব—
সখা-সনে হাস্যোচ্ছ্বাস সেও গান তব
প্রিয়াসনে প্রিয়ালাপ, শিশু-সনে খেলা
জগতে যেথায় যত আনন্দের মেলা
সর্বত্র তোমার গান বিচিত্র গৌরবে
আপনি ধ্বনিতে থাকে সরবে নীরবে।
আকাশে তারকা ফুটে, ফুলবনে ফুল,
খনিতে মানিক থাকে্, হয় নাকো ভুল—
তেমনি আপনি তুমি যেখানে যে গান
রেখেছ, কবিও যেন রাখে তার মান।