উৎসর্গ/১২
< উৎসর্গ
(পৃ. ২৬-২৭)
১২
‘হায় গগন নহিলে তোমায়ে ধরিবে কেবা!
ওগো তপন, তোমায় স্বপন দেখি যে, করিতে পারি নে সেবা।’
শিশির কহিল কাঁদিয়া,
‘তোমারে রাখি যে বাঁধিয়া,
হে রবি, এমন নাহিকো আমার বল।
তোমা বিনা তাই ক্ষুদ্র জীবন
কেবলি অশ্রুজল।’
‘আমি বিপুল কিরণে ভূবন করি যে আলো,
তবু শিশিরটুকুরে ধরা দিতে পারি,
বাসিতে পারি যে ভালো।’
শিশিরের বুকে আসিয়া।
কহিল তপন হাসিয়া,
‘ছোটা হয়ে আমি রহিব তোমারে ভরি,
তোমার ক্ষুদ্র জীবন গড়িব
হাসির মতন করি।’