এই কূলে আমি
মান্না দে গীত
(পৃ. ১)
এই কূলে আমি
আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি
আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কূলে গান যেন গায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
যুগে যুগে তুমি মোরে
বেঁধেছিলে ফুলডোরে
যুগে যুগে তুমি মোরে
বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়
দূরে আছো তবু কথা হয় বিনিময়
জানো না তো কি নিবিড় এই পরিচয়
দেখি আমি চোখ মেলে
মনের মাধুরী ঢেলে
দেখি আমি চোখ মেলে
মনের মাধুরী ঢেলে
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই কূলে আমি
আর ঐ কূলে তুমি
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।