এই রিম ঝিম ঝিম বরষায়

এই রিম ঝিম ঝিম বরষায়
হাওয়া হিম হিম হিম পরশায়
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়
হাওয়া হিম হিম হিম পরশায়
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়

চেয়েছি তোমারে কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
আমি চেয়েছি তোমারে কত সাথে যে
হাতখানি রাখি ঐ হাতে যে
মনে এলে ওগো মন হরষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়
হাওয়া হিম হিম হিম পরশায়
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়

হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
হৃদয় আমার আজ বলে তাই
চোখের দেখাতে যদি নাই পাই
বাঁশি শুনেছে যে মন মনষা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়

ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
ঝরো ঝরো বরষার ধারাতে
স্বপ্ন যদি গো হয় হারাতে
হৃদয়ের ভরা ক্ষেত সরসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়
হাওয়া হিম হিম হিম পরশায়
তুমি এলে আজ মনে সহসা
পথ চলিতে যে তাই ভরসা
এই রিম ঝিম ঝিম বরষায়

এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।