একই অঙ্গে এত রূপ
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
তার সোনা অঙ্গ দেখে যে
তার সোনা অঙ্গ দেখে যে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
পদ্ম ফুলে ভ্রমর ভোলে
কেমন মধু তার
এমন মধু বধূর মুখে
সেও মেনেছে হার
পদ্ম ফুলে ভ্রমর ভোলে
কেমন মধু তার
এমন মধু বধূর মুখে
সেও মেনেছে হার
তার চরণ দেখে
নূপুর হতে মরমে সাধ জাগে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
নীল শাড়ি তার অঙ্গে যেন আকাশগঙ্গা ধরা
কালো কেশের ঘনঘটায় মেঘের স্বয়ংবরা
নীল শাড়ি তার অঙ্গে যেন আকাশগঙ্গা ধরা
কালো কেশের ঘনঘটায় মেঘের স্বয়ংবরা
মৃণাল বাহু কার গলেতে
পরাবে সেই হার
তাই তো ভাবি মনে মনে
ভাগ্য এমন কার
তার মৃণাল বাহু কার গলেতে
পরাবে সেই হার
তাই তো ভাবি মনে মনে
ভাগ্য এমন কার
আমি যদি হতেম
সে জন তারি রাগে অনুরাগে
সোনার শরম লাগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে
এই লেখাটি বর্তমানে পাবলিক ডোমেইনের আওতাভুক্ত কারণ এটির উৎসস্থল ভারত এবং ভারতীয় কপিরাইট আইন, ১৯৫৭-এর ২৭ নং ধারা অনুসারে এর কপিরাইট মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধ্বনিরেকর্ডের প্রথম প্রকাশের ৬০ বছর পর পঞ্জিকাবর্ষের সূচনা থেকে কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। অর্থাৎ ২০২৪ সালে, ১ জানুয়ারি ১৯৬৪ সালের পূর্বে প্রকাশিত সকল ধ্বনি রেকর্ডিং পাবলিক ডোমেইনের আওতাভুক্ত হবে।